স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করা যাবে না: মোস্তফা জামাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, আজ নতুন করে স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্টবিরোধী যে আন্দোলন গড়ে উঠেছে। এর নেতৃত্ব যারা দিচ্ছেন, তাদের বলতে চাই- স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করা যাবে না। আমাদের স্বাধীনতার সংগ্রামকে আমরা ভুলতে পারবো না।

সার্জেন্ট জহুরুল হক হত্যা দিবস উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে গণতন্ত্রমুখী নির্বাচনী জোট আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সংগ্রামকে সঠিক পথে পরিচালিত করার জন্য জনগণের সুখ-দুঃখ ব্যথা-বেদনার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারীদের এক থাকতে হবে। যারা মহান নেতা, যারা এ দেশের রূপকার, সে অতীতকে ভুলবেন না। ভোলা যায় না।

১২ দলীয় জোটপ্রধান বলেন, আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর হবে। এবং একটি সুখী, সমৃদ্ধশালী দেশ আমরা গড়ে তুলতে সক্ষম হবো- এ আশা ব্যক্ত করছি।

১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোয়াজ্জেম হোসেন খান মজলিশের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অন্যান্য নেতারা।

আরএএস/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।