মাগুরায় শিশু ধর্ষণ

৫ আইনজীবীর সমন্বয়ে সেল গঠন করে দিলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৯ মার্চ ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান/ফাইল ছবি

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে আইনি সহায়তাসহ তার চিকিৎসার সব ব্যয় বহনের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে ৫ আইনজীবীর সমন্বয়ে সেল গঠন করে দিয়েছেন তিনি।

রোববার (৯ মার্চ) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ, রোকনুজ্জামান সুজা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আইনি সহায়তার জন্য মাগুরা কোর্টের ৫ আইনজীবীকে নিয়ে সেল গঠন করা হয়েছে। আইনজীবীরা হলেন—অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার সব ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন। তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আইনি সহায়তার জন্য সেল গঠন করে দিয়েছেন।

এফএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।