মার্চ ফর গাজার পথে শায়খ আহমাদুল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১২ এপ্রিল ২০২৫

মজলুম গাজার মানুষের পক্ষে সংহতি জানাতে এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বর কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে রওনা হয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মার্চ ফর গাজা কর্মসূচির পথে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন

ওই স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লেখেন, মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন সন্তানকে সাথে নিয়ে।

এসইউজে/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।