সংস্কার শেষে নির্বাচন, নারী সংস্কার কমিশন বাতিল চায় ইসলামি দলগুলো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় পাঁচটি ইসলামি দল। এছাড়া নারী সংস্কার কমিশন বাতিলের দাবিও জানিয়েছে তারা।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

এ কমিশন বাতিল না হলে কঠোর আন্দোলন করা হবে বলেও একমত হয়েছে দলগুলো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন:

বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস।

সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আব্দুল রব ইউসুফী, খেলাফত মজলিশের সেক্রেটারি জেনারেল ড. আহমদ আব্দুল কাদের।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশের সহ-সভাপতি আব্দুল মাজেদ আতহারি প্রমুখ।

এএএম/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।