শাপলা প্রতীক চায় এনসিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২২ জুন ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে রোববার নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছে দলটি।

রোববার (২২ জুন) ইসিতে আবেদন জমা দেওয়ার পর দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশবাসী আমাদের সঙ্গে আছে। ইসিতে শাপলা প্রতীক চেয়েছি। দেশের জনগণ এই প্রতীক চায়। স্বল্প সময়ে সারাদেশে কথা বলেছি। অনেক জায়গায় আমাদের বাধা দেওয়া হয়েছে। সব প্রতিকূলতা পেরিয়ে এসেছি। শাপলা প্রতীকের জয়জয়কার হবে। এছাড়া কলম ও মোবাইল প্রতীক চেয়েছি। তবে জনগণ শাপলা প্রতীক পাবে। আমরা সরকার গঠন করে ফ্যাসিবাদ সমাপ্ত করব।

জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনে এনসিপি জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে বলে দাবি করেন তিনি।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দল নিবন্ধনের আবেদন দাখিল করেছি। ইসি তা রিসিভ করেছে। আমরা সব শর্ত পূরণ করেছি। জাতীয় নাগরিক পার্টি জনগণের। সারাদেশের জনগণ এনসিপির সঙ্গে যুক্ত হয়েছে। দলের প্রতীক হিসেবে তিনটি আবেদন করেছি। শাপলা বরাদ্দ পাব বলে আশা করছি।

এমওএস/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।