‘গোপালগঞ্জে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়’
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপরাধ জনগণের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদীর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
রোববার (২০ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি এই দাবি জানান।
তিনি বলেন, গত ১৬ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে পুরো গোপালগঞ্জবাসীর মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল। সেদিন থেকেই আমি বারবার সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম, এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সাধারণ, নিরীহ ও নিরপরাধ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়।
গণগ্রেফতারের অভিযোগ তুলে এই নেতা বলেন, বর্তমানে আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ায় নির্বিচারে অনেক নিরীহ নিরপরাধ সাধারণ মানুষকে গণহারে গ্রেফতার করা হচ্ছে। আমি এই গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নিরপরাধ গ্রেফতার সব নিরীহ জনগণের নিঃশর্ত মুক্তির দাবি করছি।
এ সময় তিনি নিরপরাধ গ্রেফতারদের পরিবারের সদস্যদের তার সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধ জানান। তাদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
এমএইচএ/এমআরএম/জেআইএম