‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা আগামীকাল: এনসিপি
‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগামীকাল শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।
শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
আরও পড়ুন:
- শেষ হলো এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা
- জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না: এনসিপি
- সাধারণ মানুষকে এনসিপিতে আনার চেষ্টা চলছে
ফেসবুক পোস্টে বলা হয়, ‘আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে’।

এক মাস আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির কথা জানিয়েছিল দলটি।
এদিকে, এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে গত ৩০ জুলাই।
এনএস/এসএনআর/এমএস