এনসিপির ২৪ দফা ইশতেহারে যা আছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৩ আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন বাংলাদেশের ইশতেহারে ২৪ টি দফা ঘোষণা করেছে।

রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে রয়েছে, নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, স্বাধীন গণমাধ্যম শক্তিশালী নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্য, জাতিগঠনে শিক্ষানীতি,গবেষণা,উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব।

এছাড়া রয়েছে ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন, মানবকেন্দ্রীক কল্যাণমুখী অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পার নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা।

ইশতেহারে আরও আছে, নগরায়ন পরিবহন আবাসন পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা, প্রবাসী বাংলাদেশে মর্যাদা ও অধিকার, বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি।

এনএস/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।