দয়া করে আমার নামের আগে ‘মাননীয়’ সম্বোধন করবেন না: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১০ জানুয়ারি ২০২৬
গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান/বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি

নিজেকে ‘মাননীয়’ শব্দে সম্বোধন না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি।

নাগরিক টেলিভিশনের এক সাংবাদিক নেতা তারেক রহমানকে ‘মাননীয়’ সম্বোধন করলে প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারম্যান বলেন, দয়া করে আমার নামের আগে ‘মাননীয়’ সম্বোধন করবেন না। আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমান বাস্তবতায় ৫ আগস্টের আগে ফিরে তাকানোর সুযোগ নেই। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে।

এ সময় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে নিজের এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কিছু দিক তুলে ধরেন তিনি।

কেএইচ/এমএমকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।