খালেদা জিয়ার সঙ্গে ১১ সচিবের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেছেন সাবেক ১১জন সচিবের একটি প্রতিনিধি দল। শনিবার রাত ৭টা ২০মিনিটে তারা কার্যালয়ে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
প্রতিনিধি দলে আছেন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জাবি উল্লাহ, ক্যাপ্টেন সুজাউদ্দিন, মনিরুজ্জামান খান, এস এম আলিমুজ্জামান, আব্দুর রশিদ, আব্দুস সবুর, মনিরুল ইসলাম, ফজলুর করিম, আব্দুল বারী, বিজন সরকার প্রমূখ।
উল্লেখ্য, গত ১ সপ্তাহ ধরে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। এর পর থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করছেন।