জঙ্গিদের বিরুদ্ধে দেশবাসীর ঐক্য জরুরি
জঙ্গিবাদী হামলা, সাম্প্রদায়িক সন্ত্রাস, দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিপিবি-বাসদ নেতৃবৃন্দ। মঙ্গলবার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশ থেকে সিপিবি-বাসদ নেতারা এই আহ্বান জানান।
সিপিবি নেতা ডা. মনিরুল আহসান জুয়েলের সভাপতিত্বে পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, সিপিবি নেতা আলমগীর হোসেন, আহমেদ তালাত তাহজীব, সেলিম চৌধুরী, বাসদ নেতা আব্দুল্লাহ শাহরিয়ার সাগর প্রমুখ বক্তব্য রাখেন।
জঙ্গিবাদী হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে শাসকগোষ্ঠীর প্রশ্রয়ে এই জঙ্গিরা বেড়ে ওঠেছে। অতীতে জেএমবি-বাংলা ভাইকেও তৎকালীন সরকারই প্রতিষ্ঠা করেছিল। বিক্ষোভ সমাবেশ থেকে গুলশান-শোলাকিয়া ঈদের জামাতে জঙ্গি হামলার প্রতিবাদ ও নিন্দা এবং মৌলবাদী জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। দেশের মানুষ এই অপশক্তিকে রুখে দাঁড়াবেই।
এএসএস/একে/পিআর