জাসদ নেতা ডা. মোয়াজ্জেম হোসেন গুরুতর অসুস্থ


প্রকাশিত: ০১:২১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

জাসদের প্রবীণ নেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ এবং বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন গুরুতর অসুস্থ।

রাজধানী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার হাসপাতালে তাকে দেখতে যান।

এ সময় তথ্যমন্ত্রী অসুস্থ মোয়াজ্জেম হোসেনের শয্যাপাশে কিছু সময় কাটান। ইনু কর্তব্যরত চিকিৎসকদের কাছে প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেনের চিকিৎসার খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, ডা. মাহবুবুর রহমান, ডা. জাহাঙ্গীর আলম মুকুট, সাজ্জাদ হোসেনসহ জাসদ কেন্দ্রীয় নেতারাও।

প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেনের পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তির জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।

এইউএ/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।