মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি বুলবুল সম্পাদক মামুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪ পিএম, ১৩ মার্চ ২০১৭

বাংলাদেশ ছাত্রলীগ মানিকগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। কাজী রাজু আহম্মেদ বুলবুলকে সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন করা হয়েছে।

সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে মো. মাসুদুর রহমানকে সহ-সভাপতি, মাহমুদ আব্বাস আকাশকে যুগ্ম-সাধারণ সম্পাদক, সিফাত কুরেশী সুমন ও তানভীর ফয়সাল রাহীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এদিকে ছাত্রলীগের সাতটি শাখার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। জেলা শাখাগুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয় ২ এপ্রিল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৩ এপ্রিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১১ এপ্রিল, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ১৩ এপ্রিল, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ২০ এপ্রিল, সিলেট জেলা ২২ এপ্রিল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৩০ এপ্রিল সম্মেলন অনুষ্ঠিত হবে।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।