ভোটের নিরপেক্ষতার প্রশ্ন একটা ভুয়া প্রশ্ন : তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৮ এপ্রিল ২০১৫

সরকার ও ইসি নিরপেক্ষ হলে আসন্ন সিটি নির্বাচনে ২০ দল বিজয়ী হবে বিএনপির এমন এক দাবির প্রশ্নে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কে জিতবে আর কে হারবে তা ব্যালট পেপার গুণলেই টের পাওয়া যাবে। এর আগে চট্টগাম ও গাজীপুরে যখন বিএনপি জিতেছে তখন কি লেবেল প্লেয়িং ছিল না। তাই ভোটের নিরপেক্ষতার প্রশ্ন একটা ভুয়া প্রশ্ন।

শনিবার সকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।