সুবুদ্ধি না থাকলে দুই নেত্রীর ধ্বংস চাইলেন বঙ্গবীর
বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, শেখ হাসিনা ও খালেদা জিয়া দেশের মানুষের শান্তি-স্বস্তি সব কেড়ে নিয়েছেন। আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ যেন শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সুমতি (সুবুদ্ধি) দেন। আর কপালে সুমতি (সুবুদ্ধি) না থাকলে আল্লাহ যেন তাদের হালাক (ধ্বংস) করে দেন।
শনিবার বিকেলে শেরপুর শহরের শাহকামাল (র.) মাঝার শরিফ চত্বরে অবস্থান কর্মসূচি চলাকালে উপস্থিত সাংবাদিকেদের সঙ্গে আলাপচারিতায় কাদের সিদ্দিকী একথা বলেন।
তিনি বলেন, জনগণ দেশের মালিক। অথচ তাদের কোনো মর্যাদা নেই। বিছানার চাদরের যে মর্যাদা থাকে সেই মর্যাদাও দেশের জনগণ এখন ভোগ করেন না।
`শান্তির দাবিতে অবস্থান কর্মসূচি`র অংশ হিসেবে দুপুরে কিছু অনুসারীসহ কাদের সিদ্দিকী শহরের কসবা এলাকায় শাহকামাল (র.) মাজার শরীফ চত্বরে তাঁবু গেড়ে অবস্থান গ্রহণ করেন। শনিবার রাতে তিনি ওই মাজার চত্বরে কাটিয়ে রোববার জামালপুরের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান।
৯৬ দিন ধরে এ কর্মসূচি নিয়ে তিনি ঘরের বাইরে অবস্থান করছেন। তবে কবে এটা শেষ হবে এর কোনো সদুত্তর না দিয়ে তিনি বলেন, দেখা যাক কি হয়।
কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ অবদান ভেতো বাঙালিকে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সাহসী মানুষ হিসেবে পরিচিত করেছিলেন। আর তার কন্যা শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা, সেই সাহসী জাতিকে সবচেয়ে হতাশ, মনোবলহীন, দুর্বল, চেতনাহীন একটা জাতিতে পরিণত করেছেন। দেশের মানুষ যারা একসময় সবচেয়ে সাহসী মানুষ হিসেবে পরিচয় দিয়েছিলো, তারাও আজকে সবচেয়ে কাপুরুষতার পরিচয় দিচ্ছে।
তিনি আরো বলেন, আমি শেখ হাসিনাকে বলেছিলাম আলোচনা করেন, আলোচনার পরিবেশ সৃষ্টি করেন। কিন্তু তিনি ছাগলের খুঁট্টি গেড়ে বসে আছেন, সংলাপ করবেন না। আর বেগম খালেদা জিয়া হরতাল-অবরোধ ডাক দিয়ে বসে থাকেন। রাস্তায় মানুষ মারা যায়, কিন্তু উনার কোন চিন্তাই নাই। অবরোধ প্রত্যাহার করুন, দেশ বাচাঁন।
দুই নেত্রীকেই উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষের ভোট নিবেন, অথচ সেই দেশের মানুষের মতামত নিবেন না। এটাতে হতে পারে না।
অবস্থান কর্মসূচিতে কাদের সিদ্দিকীর সঙ্গে আরও রয়েছেন- কৃষক-শ্রমিক-জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সহ-সম্পাদক আনিসুর রহমান, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুল খান সোহেল, শেরপুর জেলা শাখার আহ্বায়ক জোবাইদুল ইসলাম বাবু, যুগ্ন আহ্বায়ক মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের নেতা মনিরুজ্জামান মনির প্রমূখ।
এমজেড/আরএস/আরআইপি