দশ বছর পর শেরপুর জেলা আ.লীগের সম্মেলন ১৯ মে


প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৫ মে ২০১৫

দীর্ঘ সাড়ে ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী ১৯ মে মঙ্গলবার স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের তারিখ ঘোষিত হলেও এবার দলের শীর্ষ পদগুলোতে পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।

বর্তমান কমিটির নেতারাই স্ব-স্ব পদে বহাল থাকবেন। তবে ৭১ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নীচের দিকে কিছু সম্পাদকীর পদে রদবদল এবং যুবলীগ ও ছাত্রলীগের সাবেক কিছু নেতৃবৃন্দকে নতুন কমিটিতে স্থান দেওয়া হতে পারে। তাছাড়া বর্তমান কমিটির দুই একজন হয়তো বাদ পড়তো পারেন এবং কয়েকটি শুণ্য পদে নতুন মুখ আসতে পারেন- এমন আলাপ-আলোচনা চলছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৩ অক্টোবর শেরপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিলো। ওই সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জাতীয় সংসদের বর্তমান হুইপ মো. আতিউর রহমান আতিক সভাপতি ও অ্যাডভোকেট চন্দন কুমার পাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর দু’দফায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন হলেও শেরপুর জেলা আওয়ামী লীগের কোনো সম্মেলন ও কাউন্সিল অধিবেশন হয়নি।

ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি’র নেতৃত্বে জেলার পাঁচটি উপজেলা ও উপজেলার মর্যাদায় শেরপুর শহর কমিটির সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাদারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল জানিয়েছেন, শেরপুর পৌর মাঠে এবারের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। পুরো মাঠ জুড়ে বিশাল সামিয়ানা টানিয়ে সম্মেলন স্থলে ১০ হাজার লোকের বসার আসন ব্যবস্থা করা হচ্ছে। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন পাঁচ উপজেলা ও শেরপুর শহর কমিটি থেকে জনসংখ্যা অনুপাতে ১০০ এবং সভাপতি-সম্পাদকের বিশেষ ক্ষমতাবলে আরো ৩০ জনসহ মোট ১৩০ জন কাউন্সিলর এ সম্মেলনে নতুন কমিটি গঠন করবেন।

এদিকে, জেলা আওয়ামী লীগের নিজস্ব কোনো দলীয় কার্যালয় না থাকলেও শহরের থানা মোড় এলাকায় অস্থায়ী কার্যালয়ে প্রতিদিন চলছে সম্মেলনকে ঘিরে নানা মিটিং-সিটিং। শহরের পৌর পার্ক মাঠে সম্মেলনের প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিমুল হক নাজিম জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ সম্মেলন উদ্বোধন করবেন। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিইআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে অ্যাডভোকেট সাহারা খাতুন, সভাপতিমন্ডলীর কাজী জাফরুল্লাহ, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, ড. আব্দুর রাজ্জাক, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, নসরুল হামিদ বিপু এমপিসহ জেলার অন্যান্য আসনের সংসদ সদস্য।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এবং সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারন সস্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

হাকিম বাবুল/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।