দেশকে কলঙ্কমুক্ত করতে বিএনপি-জামায়াত বর্জন করতে হবে : ইনু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

দেশকে পুরোপুরি কলঙ্কমুক্ত করতে হলে বিএনপি-জামায়াতকে বর্জন করতে হব বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতি সৌধে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে স্থায়ী শান্তি আনতে হলে জঙ্গি এবং জামায়াতের সঙ্গী খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় জানাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে এখনও পাকিস্তানের দোসররা বিচরণ করছে। যার মদদদাতা খালেদা জিয়া। দেরিতে হলেও যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন হয়েছে। দেশকে পুরোপুরি কলঙ্কমুক্ত করতে হলে জামায়াত-বিএনপিকে বর্জন করতে হবে।

এইউএ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।