মার্চে ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগ

আমানউল্লাহ আমান
আমানউল্লাহ আমান আমানউল্লাহ আমান , নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ২০ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারত সফরে যাবেন।

সূত্রে জানা গেছে, পাঁচদিনের এ সফরে দেশের রাজনৈতিক অবস্থা, আগামী জাতীয় নির্বাচন, সর্বশেষ খালেদা জিয়ার দণ্ডসহ পারস্পারিক সম্পর্কোন্নয়নের বিষয়টি গুরুত্ব পাবে। নির্বাচনের আগে ভারতের সঙ্গে বোঝাপড়াও জরুরি বলে মনে করছে আওয়ামী লীগ। সফরে বিজেপির সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে রয়েছেন- দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মিছবাহউদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য মির্জা আজমসহ সম্পাদকমন্ডলীর সদস্যরা।

গত জুনে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ প্রতিনিধি দলকে দেশটিতে সফরের দাওয়াত পাঠান। এরই অংশ হিসেবে আওয়ামী লীগ প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছেন।

সফর উপলক্ষে ভারতীয় হাইকমিশনে ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের নামের তালিকাও পাঠানো হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতাদের নাম জমা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, ‌‘মার্চের দ্বিতীয় সপ্তাহে আমরা ভারত সফরে যাব।’ এর বাইরে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।

এইউএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।