দেবেন চন্দ্র রায়ের মৃত্যুতে শেখ হাসিনার শোক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৭ মার্চ ২০১৮

নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেবেন চন্দ্র রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুম দেবেন চন্দ্র রায়ের আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুরূপ এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেবেন চন্দ্র রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এফএইচএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।