রেলমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ৩১ জুলাই ২০১৫

রেলমন্ত্রী মো. মুজিবুল হকের শারীরিক অবস্থা ভালো। শুক্রবার সিঙ্গাপুরে হাসপাতাল ত্যাগ করেছেন তিনি। রেলপথমন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী মঙ্গলবার মন্ত্রী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর দেশে রওয়ানা দিতে পারেন।

পাকস্থলীতে আলসারের কারণে অসুস্থ হয়ে গত ঈদের দিন এয়ার অ্যাম্বুলেন্সযোগে মন্ত্রী ঢাকা থেকে সিঙ্গাপুর যান। সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন। তিনি প্রায় দুই সপ্তাহ যাবত চিকিৎসা গ্রহণ করার পর এখন তার শারীরিক অবস্থা ভালো বলে জানান এ কে এম জি কিবরিয়া মজুমদার।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।