সাইফুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের নবম মৃত্যু বার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর)। ২০০৯ সালের এই দিনে মৌলভীবাজার থেকে ঢাকায় আসার পথে আশুগঞ্জের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সাইফুর রহমান ১৯৩২ সালে মৌলভীবাজারে জন্ম গ্রহণ করেন। পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে পথচলা শুরু করেন। এরপর দীর্ঘ সময় সক্রিয়ভাবে রাজনীতি করেছেন। ছিলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। যদিও ১/১১ পরবর্তীকালে জীবনের শেষ কয়েক মাস সক্রিয় রাজনীতি থেকে একরকম বিদায়ই নিয়েছিলেন।

সাবেক এই অর্থমন্ত্রী ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩, ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালের ৮ জুন সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারী হিসেবে রের্কড গড়েন তিনি।

সাইফুর রহমান দীর্ঘদিন বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জীবদ্দশায় বৃহত্তর সিলেটের উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, সাইফুর রহমান ছিলেন আমাদের রাজনৈতিক গুরু, অভিভাবক এবং স্বপ্নের বাতিঘর। উনার অভাব কোনদিন পূরন হবে না।

এদিকে সাইফুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে মৌলভীবাজার ও সিলেট জেলা বিএনপি। এর মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, মাজার জিয়ারত, কাঙালিভোজ ও আলোচনা সভা। অন্যদিকে সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার কবরে (মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে) পুস্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া, শিরনী বিতরণ ও বৃক্ষরোপনের আয়োজন করা হয়েছে।

রিপন দে/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।