নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ‘মমতাজের পাংখা’!
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকার পোস্টার ও ব্যানারে রাজধানী ঢাকা ছেয়ে গেছে। নগরীর পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়কের ডানে-বামে উপরে-নিচে সর্বত্র নৌকার ছড়াছড়ি। সে তুলনায় ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ঐক্যফ্রন্টের প্রার্থীদের ধানের শীষের ব্যানার ও পোস্টারসহ প্রচার-প্রচারণা বলতে গেলে শূন্যের কোঠায়।
তবে এলাকার মানুষদের নজর কেড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) হাতপাখা প্রতীক। ক্ষমতাসীন দলের প্রার্থীদের নৌকা প্রতীকের পর এ রাজনৈতিক দলটির ব্যানার ও পোস্টারই বেশি। এ দলটির প্রচার-প্রচারণার পদ্ধতিও একটু পৃথক হওয়ায় (সবাই একে অপরের পেছন পেছন হেঁটে লিফলেট বিতরণ করেন) পথচারীসহ সকলের দৃষ্টি কেড়ে নেয়।
তাই অনেকে ঠাট্টা করে বলছেন, এবারের নির্বাচনে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী হবে হাতপাখা!

আওয়ামী লীগের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজের একটি গান ‘পাংখা পাংখা পাংখা ওরে পাংখা হইলো মন মনের পাংখা ঘুরে না তো, খুঁজে বেড়ায় মন’ আওরাতে আওরাতে জহির নামে এক ব্যক্তি বলছিলেন, অবস্থাদৃষ্টে মনে হয় নির্বাচন হচ্ছে নৌকা ও হাতপাখা প্রতীকে!
রাজধানী ঢাকা-৭, ৮ ও ১০ আসন ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের তুলনায় রাজধানীতে নৌকা প্রতীকের প্রার্থীদের স্ব স্ব নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানার, লিফলেটসহ বিভিন্ন প্রচার-প্রচারণা কার্যক্রম আরও অধিক গতিশীল হয়েছে। আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে ভোট প্রার্থনা করা হচ্ছে। বিভিন্ন পাড়া-মহল্লায় বসেছে ক্যাম্প। দিন ও রাতে মিছিল বের হচ্ছে। চলছে মাইকিং।
রাজধানীর বিভিন্ন আসনে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচনে জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। প্রত্যেকেই অনেক রিলাক্স মুডে প্রচারাভিযান চালাচ্ছেন। দুই দিন আগে মিছিল নিয়ে যাওয়ার সময় ঢাকা-৭ আসনের বর্তমান সংসদ সদস্য হাজি মো. সেলিম লালবাগের একটি ছোট্ট দোকানের হালিম খান। তিনি কথা বলতে না পারলেও ইশারায় ভোট চাইছেন।
এমইউ/জেডএ/পিআর