মানুষের মন বুঝতে পারেনি বিএনপি : মেনন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নৌকা প্রতীকের পক্ষে রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-৮ আসনে মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘বিএনপি নেতারা মানুষের চোখ দেখছেন, কিন্তু তাদের মনের ভাষা বুঝতে পারেননি।’

শুক্রবার রাজধানীর শান্তিনগর বাজার এবং ঢাকা-৮ আসনের ১৯ নং ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। গণসংযোগে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং প্রচার পত্র বিলি করেন মেনন।

গণসংযোগ চালানোর সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, ‘জনগণ অতীতের নোংরা রাজনীতি ভুলে যায়নি। জনগণ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ক্ষুধা, দরিদ্র ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নৌকা প্রতীকের পক্ষে রায় দেবে।’

গণসংযোগে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা দীপংকার সাহা দিপু, মোস্তফা আলমগীর রতন, পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মুস্তবা জামান পপি, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, বাংলাদেশ যুব মৈত্রীর সহ-সভাপতি মাহবুব আলম জনি প্রমুখ।

এমএএস/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।