চতুর্থবারের মতো এমপি হলেন বীরেন শিকদার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১২:৪৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে ২ লাখ ৩০ হাজার ১১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ড. বীরেন শিকদার। এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৮২৮ ভোট।

এবার এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৪ হাজার ৯২৫ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হজার ৬২৫ এবং নারী ১ লাখ ৬৬ হাজার ২৮৯ জন।

এদিকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়াং ড. বীরেন শিকদারকে অভিনন্দন জানিয়েছেন মাগুরাবাসী।

মো. আরাফাত হোসেন /এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।