টাঙ্গাইল জেলা কৃষক দলের সভাপতি হায়দার, সম্পাদক শাহজাহান
সাবেক যুবদল নেতা দিপু হায়দার খানকে সভাপতি ও অ্যাডভোকেট শাহজাহান কবিরকে সাধারণ সম্পাদক করে ১১৫ সদস্যবিশিষ্ট টাঙ্গাইল জেলা কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন এ কমিটির অনুমোদন দেন।
কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা এসকে সাদী এ তথ্য জানান।
কমিটিতে খন্দকার আনিসুর রহমান, নূরনবী কোহিনুর, মোয়াজ্জেম হোসেন বাবুল, আ ক ম মাসুদ, রফিকুল ইসলাম রাজাকে সহ-সভাপতি এবং এস এম ফরহাদুল ইসলাম শাপলা, অ্যাডভোকেট মাহফুজুর রহমান শাকিব, মোহাম্মদ ইকবাল কবির রতন, মো. মাহমুদুর রহমান শান্ত, কাওসার আহমেদ সেলিম সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
আবদুল কাদেরকে সাংগঠনিক সম্পাদক , প্রচার সম্পাদক আব্দুল হালিম, সহ-প্রচার সম্পাদক রহমতউল্লাহ রতন, দফতর সম্পাদক মো. শহিদুল ইসলাম লিটন, সহ-দফতর সম্পাদক মাওলানা আব্দুল হাই, কোষাধ্যক্ষ করা হয়েছে দুলাল শিকদারকে।
এ কমিটিতে শ্যামল হোড়, মো. মাইনুল ইসলাম, মাহমুদুল হক সানু, আমিনুর রহমান দীপককে সদস্য করা হয়েছে।
কেএইচ/জেডএ/জেআইএম