ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি সংগ্রাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৮ জুন ২০২০

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম। রোববার (৭ জুন) ঝড়ে ক্ষতিগ্রস্ত নিজ এলাকা নাসিরনগর পরিদর্শন করেন তিনি।

এর আগে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়।

sangram

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাসিরনগরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দেয়া হবে। ওনাদের আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নেই। আমাদের সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্তদের জন্য যথেষ্ট পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সার্বক্ষণিক আপনাদের পাশে আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং এমপির সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ১০৬টি পরিবারের জন্য ২০০ বান্ডিল টিন, নগদ আট লাখ টাকা, পাঁচ হাজার কেজি চাল ত্রাণ হিসেবে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

sangram

এমপি সংগ্রামের পাশাপাশি জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

এইউএ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।