পয়সার অভাবে অনেকেই করোনার চিকিৎসা নিতে পারছে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২২ জানুয়ারি ২০২১

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, করোনার কারণে অনেকেই বেকার হয়ে পড়েছে। তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। এমন বাস্তবতায় পয়সা খরচ করে দেশের অধিকাংশ মানুষ করোনার চিকিৎসা নিতে পারছে না।

শুক্রবার (২২ জানুয়ারী) বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

jagonews24

তিনি বলেন, স্বাস্থ্যসেবা আমাদের জন্মগত অধিকার। অথচ দেশের মানুষ আজ করোনায় চিকিৎসা পাচ্ছে না। করোনা টেস্ট করাতে পারছে না। অনেকেই বিনা চিকিৎসায় মারা গেছেন। দেশে চরম বৈষম্য বিরাজ করছে। অথচ বৈষম্যে বিরুদ্ধেই আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল।

সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক এডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জিএম কাদের দিনরাত পরিশ্রম করছেন। দেশের মানুষের কল্যাণের জন্য তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি হাফেজ ক্বারী হাবিবুল্লা বেলালী।

এসএম/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।