দিনাজপুর জেলা মহিলা দলের নতুন কমিটি
১৭৬ সদস্যবিশিষ্ট দিনাজপুর জেলা মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিনাত আরাকে সভাপতি এবং শাহীন সুলতানা বিউটিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-দিনাজপুর জেলা শাখার ১৭৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন।
কেএইচ/এমআরএম/জেআইএম