আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতকে কেউ অনুরোধ করেনি: কাদের
আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কেউ কখনো ভারতকে অনুরোধ করেননি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় আনা ও টিকিয়ে রাখার জন্য কেউ ভারতকে কখনো অনুরোধ করেননি। শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে এমন দায়িত্বও দেওয়া হয়নি। এ বিষয়ে কেউ কোনো কথা বললে, সেটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে।’
শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন করেন ওবায়দুল কাদের। পরে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন>> ভারতে গিয়ে বলেছি, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশ কোনো বৈরি সম্পর্ক চায় না। তাদের সঙ্গে বৈরিতা করে দেশের ক্ষতি হয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশে কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে, তারা দুর্বৃত্ত।’
এসইউজে/এএএইচ/জিকেএস