রামপুরায় অস্ত্র-গুলিসহ ৪ ছিনতাইকারী আটক


প্রকাশিত: ১১:২৩ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ১ টি বিদেশী পিস্তল, ২টি চাপাতি ও ১ টি ছোরা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে হাতেনাতে আটক করা হয় তাদের।

আটককৃতরা হলেন, মনির, লিটন, মো. সায়েম ও মো. মামুন। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি মামলাও করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মারুফ হাসান সরদার জানান, পিপলস ডিসটিভিউশন কোম্পানি লিমিটেডের স্ট্যাফ আপন খান ও মো. এনায়েত হোসেন এলাকায় মার্কেটিং শেষে রামপুরা থানাধীন হোল্ডিং নং-১১৪৫, ডিআইটি রোড, আনন্দ বেকারী, ইকরা মসজিদ গলি দিয়ে ফিরছিলেন। এসময়  আসামীরা তাদের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে। তাৎক্ষনিকভাবে তারা চিৎকার করলে স্থানীয় জনগণ ও টহল পুলিশ তাদের ধাওয়া করে। এসময় তারা ২/৩ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশের তাদের ধরে ফেলে।  
 
জেইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।