মেহেরপুর কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১০ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেরপুর কারাগারে জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি তোফায়েল আহমেদ মারা গেছেন।

রোববার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেলা কারাগারের সুপার মোখলেসুর রহমান জাগো নিউজকে জানান, তিনি এনআই মামলার ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৩০ মে তাকে আদালত কারাগারে পাঠায়। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় প্রতিদিন ওষুধ সেবন করতেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, তিনি মাইক্রো কার্ডিয়ালে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আসিফ ইকবাল/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।