জাবিতে ২য় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার
‘যোক্তিকতায় উৎকর্ষিত হোক তরুণ প্রাণ’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২য় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১৬। সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের সভাপতি আব্দুল কাদের মারজুক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪.কম। বৃহস্পতিবার সকাল দশটায় র্যালীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এছাড়া সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার চ্যম্পিয়ন হয়েছে। এছাড়া সংগঠনটি ক্যম্পাসে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক বিষয়ক কর্মশালা, আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ও বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে বরণ করে থাকে।
হাফিজুর রহমান/এআরএস/পিআর