মীর কাসেম আলীর আপিল শুনানি অব্যাহত
জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর আপিল শুনানি অব্যাহত রয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের সপ্তম আপিল শুনানি শুরু হলো।
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
আজ আদালতে মামলার শুনানিতে অংশ নেন আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মাদ বজলুর রহমান।
আদালতে মীর কাসেম আলীর পক্ষে মঙ্গলবার সকালে লিখিত আর্গুমেন্ট জমা দেন এস এম শাহজাহান। এর পর তিনি অভিযোগগুলো পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ২ ফেব্রুয়ারি আদালত মীর কাসেম আলীর আপিল শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। সেদিন তার আইনজীবীদের শুনানির জন্য এক সপ্তাহ সময় দেন আদালত। সেই অনুযায়ী আজ মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম আলী ।
এফএইচ/এসকেডি/এমএস