রংপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

রংপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুলিশ লাইন্স মাঠে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল­াহ-আল ফারুক। এরপর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় দলীয় নৃত্য এবং প্যারেড অনুষ্ঠিত হয়।

পরে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার পত্নি আঁখি ইসলাম মৌ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক বিপিএম পিপিএম।

অন্যান্যের মধ্যে পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দিন আকবর, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) আতিউর রহমান, বি সার্কেলের সাইদুর রহমান, পুলিশ লাইন্স স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, অ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুলসহ প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।