পল্লবীতে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর পল্লবীতে একটি ভবনে আগুন লেগে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টায় এঘটনা ঘটে। দগ্ধ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটে রাখা হয়েছে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জাগো নিউজকে জানান, রাতে মিরপুরের পল্লবীর ই-ব্লকের ২০ নম্বর ৫ তলা ভবনের নিচ তলায় আগুনের সংবাদ পাওয়া গেছে। দগ্ধদের ঢামেকে পাঠানো হয়েছে।
ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৫ জন হলেন, আমেনা, তার মেয়ে রিদিতা, ছেলের বউ শম্পা, আমেনার ভাগ্নি রায়না ও তার ভাইয়ের বউ শামীমা।
এআর/এসকেডি