আইয়ুব আহমেদ দুলালের গল্পগ্রন্থ প্রেমহীন গল্প


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

‘সাহিত্য এক সহাসমুদ্র। সুবিশাল ও দিগন্তজুড়ে বিস্তৃত পার্থিব মহাসমুদ্র পাড়ি দেওয়া যতটা দুঃসাধ্য, সাহিত্যের সীমানা নির্ধারণ করা বা অতিক্রম করা তার চেয়েও বেশী দুঃসাধ্য।’– এই বিশ্বাস হৃদয়ে ধারণ করা লেখক আইয়ুব আহমেদ দুলাল নিয়মিত সাহিত্যচর্চা করে চলেছেন। তিনি তার প্রতিটি লেখায় সহজ ও সাবলীল ধারাবাহিক বাক্য-বিন্যাসে মাধুর্যপূর্ণ ভাষায় লেখনীর মাধ্যমে বাস্তব প্রেক্ষাপটে সমাজের বিরূপ চালচিত্র তুলে ধরেন। তেমনি চারটি অসাধারণ গল্প নিয়ে এবারের বইমেলায় ‘প্রেমহীন গল্প’ নামে একটি গল্পগ্রন্থ প্রকাশ হয়েছে।

একটি রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান নিয়ে চমৎকারভাবে রচিত হয়েছে বইয়ে অন্তুর্ভূক্ত প্রথম গল্প ‘জীবন বাজি’, একদমে পড়ে ফেলার মতো। ‘অপরিণত’ গল্পটি একটি বেদনাদায়ক কাহিনি। চোখে দেখা যায় কিন্তু প্রকৃত বাস্তবতা উপলব্ধি করা যায় না- এমন একটি দুঃখজনক ও ট্রাজিডিক কাহিনী হলো ‘অপরিণত’। গল্পের শেষটুকুতে আপনা থেকেই চোখের পাতা ভিজে আসে। এই গল্পটির জন্য অবশ্যই লেখককে ধন্যবাদ জানাতে হয়। আরেকটি গল্প হলো- বিদেশিনী। তথ্য প্রযুক্তির এই যুগে গল্পটি সম্পূর্ণ প্রাসঙ্গিক এবং সব শ্রেণির পাঠকের কাছে গ্রহণযোগ্য একটি যুগোপযোগী গল্প। তিনটি গল্পই জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে। চতুর্থ গল্পটি পাঠকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ ওটা প্রেমহীন গল্প। নামের মাঝেই যেন রহস্য লুকিয়ে আছে; প্রেমহীন-গল্প কেন হলো? এই প্রশ্নের জবাব খুঁজে পেতে একুশে বইমেলার উদ্যান অংশে ১০৯ নং স্টল, প্রিয়মুখ প্রকাশনীতে যাওয়া যেতে পারে। বইটির প্রচ্ছদ করেছেন- আহমেদ ফারুক। মূল্য ধরা হয়েছে ২২০ টাকা।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।