বইমেলায় নাজমুল হক ইমনের ৪ বই
নাজমুল হক ইমন পেশায় সাংবাদিক। লিখছেন নিয়মিত। তার বেশ কিছু বই ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের একুশে বইমেলায় ৪টি বই প্রকাশ হয়েছে।
ইমনের ৪টি বইয়ের মধ্যে গ্রাফোসম্যান পাবলিকেশন ৩টি এবং দেশ পাবলিকেশন্স ১টি বই প্রকাশ করেছে। বইগুলো পাওয়া যাবে ২৯৭, ২৯৮, ৪০৭, ৪০৮ নম্বর স্টলে।
শিশুতোষ গ্রন্থ ‘ভূত সোসাইটি’ এবং ‘সাহাবের গোয়েন্দা বাহিনী’। এছাড়া গল্প সংকল্পন ‘সত্যি! সোরাই’ এবং ‘অধ্যায় একাদশ’ নামের একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। ‘ভূত সোসাইটি’, ‘সাহাবের গোয়েন্দা বাহিনী’ ও ‘সত্যি! সোরাই’ প্রকাশ করেছে গ্রাফোসম্যান পাবলিকেশন এবং ‘অধ্যায় একাদশ’ প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।
নাজমুল হক ইমন তার বই সম্পর্কে জাগো নিউজকে বলেন, ‘এবারের বইমেলায় জোর দিয়েছি শিশুদের প্রতি। কারণ শিশুপাঠকই বইমেলার প্রাণ। ‘ভূত সোসাইটি’ ও ‘সাহাবের গোয়েন্দা বাহিনী’র প্রচ্ছদ করেছেন গুপু ত্রিবেদী; বইয়ের মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। এছাড়া ‘অধ্যায় একাদশ’ বইয়ের প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম রানা। ‘সত্যিই! সোরাই’ গল্প সংকলন বইটি সম্পাদনা করেছেন লিটন আব্বাস।’
এসইউ/এবিএস