জনগণের বিজয় হবেই : ড. কামাল


প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণের বিজয় সারা জীবনই হয়েছে। তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের বিজয় আবারো হবে।

রোববার সন্ধ্যায়  জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর রচিত ` বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দক্ষিণঞ্চল` গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ড. কামাল বলেন, গণতন্ত্র নিয়ে যেমন বিতর্কের অবকাশ নেই তেমনিভাবে ধর্মনিরপেক্ষ রাজনীতি, শোষণমুক্ত সমাজ, দেশের মালিক জনগণ এ বিষয়গুলো নিয়েও বিতর্ক থাকতে পারে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নয় নম্বর সেক্টরের ক্যাপটেন নরুল হুদা, মেজর জেনারেল (অব.) আয়েন উদ্দিন (বীর প্রতীক), জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদ প্রমুখ।

এএস/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।