আবারও হারলো সাকিব-মুশফিকের দল
পাকিস্তান সুপার লিগে হেরেই চলেছে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের দল করাচি কিংস। আগের ম্যাচেও লো স্কোরিং ম্যাচে হেরেছিল তারা। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সামনে ১২৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সেটাকে রক্ষা করা টি-টোয়েন্টিতে অকল্পনীয়। একই অবস্থা হলো আজও। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাত্র ১২৮ রান করেও সেটাকে রক্ষা করতে পারলো না করাচি কিংস। বরং, ৭ বল হাতে রেখেই ৫ উইকেটের ব্যবধানে জয় তুলে নিল ইসলামাবাদ ইউনাইটেড।
করাচির ছুড়ে দেয়া ১২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে খালিদ লতিফের ৩৩, মিসবাহ-উল হকের ৩৮ এবং আসিফ আলির অপরাজিত ৩১ রানের ওপর ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইসলামাবাদ ইউনাইটেড। ইসলামাবাদের হয়ে সোহেল খান নেন ২ উইকেট। বাকি ৩ উইকেট নেন (১টি করে) মোহাম্মদ আমির, উসামা মির এবং রবি বোপারা। সাকিব আল হাসান ২ ওভার বল করে ১৪ রান দিয়ে কোন উইকেট পাননি।
এই হারের ফলে তৃতীয়স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গেলো করাচি। তাদেরকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে এলো ইসলামাবাদ ইউনাইটেড। করাচির পয়েন্ট ৭ ম্যাচে ৪ এবং সমান ম্যাচে ইসলামাবাদের পয়েন্ট ৬। একই সঙ্গে প্লে অফও নিশ্চিত করে ফেলেছে ইসলামাবাদ।
টস হেরে প্রথম ব্যাট করতে নেমে রবি বোপারার ৪৫, মুশফিকুর রহিমের ৩৩ এবং শাহজাইব হাসানের ২৭ রানের ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে করাচি সংগ্রহ করে ১২৮ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়েছিল ইসলামাবাদও। ১৯ রানে পড়ে গিয়েছিল তাদের ৩ উইকেট। এরপরই মিসবাহ, খালিদ লতিফ এবং আসিফ আলিরা ইসলামাবাদকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
আইএইচএস/এমএস