জবিতে এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক চালু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় ‘এএফ মুজিবুর রহমান গোল্ড মেডেল’ অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে পদকটির উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফিরোজ আই ফারুকীর নিকট থেকে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজাউল করিম উক্ত অ্যাওয়ার্ডপত্র গ্রহণ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, গণিত বিভাগের অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, নীল দলের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন কর্তৃক এই অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রতি বছর গণিত বিভাগে বিএসসি অনার্স এবং এমএসসি ফাইনাল পরীক্ষর সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে মেধার স্বীকৃতি ও বিকাশ স্বরূপ দু’জন শিক্ষার্থীকে মেধাপদক (স্বর্ণপদক) ও সনদসহ নগদ অর্থ প্রদান করা হবে।
সুব্রত মণ্ডল/বিএ