তিস্তা থেকে জেলেকে ধরে নিয়ে গেল বিএসএফ
ফাইল ছবি
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে মাছ ধরার সময় মোশারফ হোসেন (৩৫) নামে এক জেলেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে। সোমবার এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চরখড়িবাড়ী ক্যাম্পের পক্ষ থেকে মঙ্গলবার সকালে আটক জেলেকে ফেরত চেয়ে ভারতের তিস্তা বস্তি বিএসএফ ক্যাম্পকে চিঠি পাঠানো হয়েছে।
চরখড়িবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মহসিন আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আটক জেলেকে উদ্ধারের জন্য ভারতে চিঠি পাঠানো হয়েছে।
জাহেদুল ইসলাম/এফএ/এসএস/এমএস