দুপুরে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নানা বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার দুপুর ২টায় দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন তারা।
বিষয়টি সতত্য নিশ্চিত করেছেন রিজভী আহমেদ। তবে প্রতিনিধি দলের বাকী সদস্যদের নাম জানা সম্ভব হয়নি।
এমএম/জেএইচ/আরআইপি