রাজুকে জাপার যুগ্ম-মহাসচিব পদে পুনর্বহাল


প্রকাশিত: ১১:২৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী পদাধিকার বলে ইকবাল হোসেন রাজুকে দলটির যুগ্ম-মহাসচিব পদে পুনর্বহাল করেছেন।

মঙ্গলবার এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।

ইকবাল হোসেন রাজুকে এর আগে প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে এ পদে নিযুক্ত ছিলেন।

এএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।