বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে ইউজিসির বৈঠক
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) সঙ্গে উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তারা। সোমবার ইউজিসি অডিটরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মো. খালেদ, ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নাছিমা রহমান প্রমুখ।
উপচার্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর খালেদা একরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারাজানা ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকার শিক্ষা ক্ষেত্রের যে কোনো প্রকল্পের জন্য বাজেট বরাদ্দে আগ্রহী। প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রকল্প সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সুতরাং বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকল্পের বাস্তবায়নে সচেষ্ট এবং সরকারের বিধিবিধান মেনে কাজ করতে হবে।
এনএম/এসকেডি