অটিজম আঞ্চলিক কর্মকৌশল : ভারত যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিরা


প্রকাশিত: ০৫:১৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে অটিজমের প্রস্তাবিত খসড়া আঞ্চলিক কর্মকৌশল চূড়ান্ত করতে বাংলাদেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকদের সভা শুরু হচ্ছে ভারতে। দুদিনব্যাপী এ সভা শুরু হবে আগামী বৃহস্পতিবার। নয়াদিল্লীর হোটেল ইম্পেরিয়ালে অনুষ্ঠিতব্য এ সভায় অংশগ্রহণে বুধবার ভারত যাচ্ছেন বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি অন অটিজম ডিজঅর্ডার এর সভাপতি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সপার্ট অ্যাডভাইজারি প্যানেল অন মেন্টাল হেলথ এর সদস্য সায়মা ওয়াজেদ। প্রতিনিধি দলে আরো রয়েছেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সাবেক উপাচার্য ও ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি অন অটিজম ডিজঅর্ডার এর সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, নিউরোডেভেলপমেন্টাল প্রোটেকশন ট্রাস্টি বোর্ড বাংলাদেশ এর সভাপতি  অধ্যাপক মো. গোলাম রব্বানী, এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড অ্যাডালেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগের সহকারি অধ্যাপক  ডা. হেলাল উদ্দিন আহমেদ।

জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ অফিস থেকে অধ্যাপক ডা. মোস্তফা জামান ও অংশ নিবেন।

প্রতিনিধি দলের সদস্য ডা. হেলাল উদ্দিন আহমেদ জানান, অটিজমের আঞ্চলিক কর্মকৌশল চূড়ান্ত করতে বাংলাদেশ মুখ্য ভূমিকা পালন করেছে। সায়মা ওয়াজেদের নেতৃত্বে বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের জন্য কার্যকর কর্মকৌশলের খসড়া তৈরি করেছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুদিনব্যাপী বৈঠকে কর্মকৌশলটি চূড়ান্তভাবে অনুমোদিত হতে পারে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।