বাড্ডায় ৪২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৪২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো শরীফুল ইসলাম ও দিলীপ কর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করার কথা স্বীকার করেছে তারা।
এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এআর/আরএস/পিআর