ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার আসামি জেলহাজতে


প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার চার্জশিটভুক্ত এক আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার সকালে মহানগর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া আসামি বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের উচ্চমান সহকারী মো. অলিউল ইসলাম টিপু।

এ বিষয়ে মহাগনর আদালতের পিপি আব্দুস সালাম বলেন, অলিউল ইসলাম টিপু ফারুক হত্যা মামলার ৯৮ নম্বর চার্জশিটভুক্ত আসামি। তাকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, মঙ্গলবার বেলা ২টার দিকে আরবি বিভাগের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল।

এ বিষয়ে আরবী বিভাগের সভাপতি অধ্যাপক আবু বকর সিদ্দিক বলেন, আমাদের বিভাগের উচ্চমান সহকারী অলিউল ইসলাম টিপুকে মঙ্গলবার দুপুর ২টার দিকে বিভাগের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। আমি তার পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি তার বিরুদ্ধে মামলা ছিল এবং তিনি মাঝে মাঝে থানায় হাজিরা দিতে যেতেন।

রাশেদ রিন্টু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।