আওয়ামী লীগের সম্মেলনে চমক থাকবে প্রযুক্তিরও
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। তথ্য-প্রযুক্তিতে দেশ এগিয়েছেও বেশ। প্রযুক্তির এমন উন্নয়নের প্রতিচ্ছবি দেখা যাবে আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে। আধুনিক প্রযুক্তির ওপর ভর করে তৈরি করা হবে আওয়ামী লীগের সম্মেলন মঞ্চ।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২০তম জাতীয় সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় বলা হয়, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মঞ্চে যেমন ঐতিহ্যের ছোঁয়া থাকবে, তেমনি আধুনিক ও প্রযুক্তির ছোঁয়াও থাকবে, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করেন মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।
এএসএস/একে/আরআইপি