নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু শুক্রবার


প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

জামালপুর জেলার নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ৫০ বছর পূর্তি ( সুবর্ণজয়ন্তী) উৎসব আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দু’দিনের এ আয়োজনকে কেন্দ্র করে রঙিন সাজে সাজানো হয়েছে কলেজ। অনুষ্ঠান উপলক্ষে কলেজ মাঠে বিশাল প্যান্ডেল ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সুদৃশ্য তোরণ নির্মাণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের প্রথম দিনে অনুষ্ঠান শুরু হবে। এরপর সকাল ১০টায় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও মতবিনিময় সভা। বিকাল ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এ অনুষ্ঠানে থাকবেন দেশের অন্যতম শিল্পী বারী সিদ্দিকী, রিদম এবং কলেজের সাংস্কৃতিক গোষ্ঠী।

শনিবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন আলহাজ রেজাউল করিম হীরা এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, কলেজের প্রধান পৃষ্ঠপোষক শেখ আনোয়ার হোসেন, সুবর্ণজয়ন্তী সমন্বয় কমিটির আহ্বায়ক মারুফা আক্তার পপি।

প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দের আসন গ্রহণ করার পর পবিত্র কোরআন তেলাওয়াত, বাইবেল, গীতা ও ত্রিপিটক পাঠ। এরপর অধ্যক্ষ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতির ভাষণ।

বিকাল ৩টায় অনুষ্ঠানের উপস্থিত দর্শকদের জন্য র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এর পর বিকাল ৬টা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে সাবিনা ইয়াসমিন, লালন ব্যান্ড, জানে আলম, শামসুল হুদা এবং কলেজের সাংস্কৃতিক গোষ্ঠী।

নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার জানান, সুবর্ণজয়ন্তী উৎসব প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হবে। উৎসবের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। বিজ্ঞপ্তি।

এআরএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।