আগে ভারতে তারপর বাংলাদেশে ফোরজি দেবে টেলিনর
টেলিনরের অভিধানে সবচেয়ে ব্যবসা সফল দেশ বাংলাদেশ হলেও এখানকার গ্রাহকরা সুবিধা পান ভারতের পরে। চলতি বছরেই গ্রামীণফোন ফোরজি সেবা চালু করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে টেলিনর তার আগে প্রতিবেশি দেশ ভারতের আটটি শহরে ফোরজি সেবা চালু করবে। সে দেশে নিজস্ব স্পেকট্রামের পরিসর বৃদ্ধি করবে প্রতিষ্ঠানটি।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভি ব্রেক্কে বলেন, আমাদের নেটওয়ার্কে ফোরজি সেবা এরই মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি বারানসিতে আমরা এ সেবা চালু করেছি। এখন ফোরজি নেটওয়ার্ক অন্য শহরে বিস্তৃতকরণই আমাদের লক্ষ্য।
তিনি আরো জানান, ছয় মাসের মধ্যে বাণিজ্যিকভাবে ভারতের পাঁচ-আট শহরে ফোরজি সেবা চালু করা হবে। তারপর বাংলাদেশের সব শহর পর্যায়ক্রমে ফোরজি সেবার আওতায় আনা হবে।
আরএম/এনএফ/এমএস